শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাইপাড় গ্রামের আশ্রায়ন প্রকল্পে বসবাসরত সাজেদা বেগমের দিন কাটতো ভিক্ষা করে। হঠাৎ অসুস্থ হয়ে তার ভিক্ষা কাজ বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় চরম কষ্টে দিন কাটছিল সাজেদার। পরে স্থানীয় সংবাদকর্মী জায়েদ মাহমুদ রিজন এই তথ্য উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করেন। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় সাজেদা বেগমকে ৪ টি ছাগল তুলে দেওয়া হয়।
ছাগল বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবদুল মোমেনসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রের ভিক্ষুকদের পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে।