শেরপুরের নকলায় “জীবন ব্যাপী ডায়াবেটিস” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডা. মালিহা নুজাত, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার আল আমিন প্রমুখ।
পূর্বে একটি র্যালি নকলা হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক জাহিদুল ইসলাম, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির পোগ্রাম অফিসার মোজাহারুল হান্নান, ডাক্তার, নার্স, হেলথ ইন্সপেক্টর, টিএলসি, ব্র্যাক কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্যসেবার বিভিন্ন স্তরের কর্মীরা অংশগ্রহণ করেন।