শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে এই আয়োজন করে উপজেলা প্রশাসন ও স্থানীয় বনবিভাগ।
উপজেলার সমশ্চুড়া উচ্চ বিদ্যালয় ও বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এসময় বনবিভাগের বিট কর্মকর্তা কাউসার আহমেদ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) দলের সদস্যবৃন্দ এবং ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।