শেরপুর সীমান্তে ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। নালিতাবাড়ী থানা পুলিশ ৪৬ বোতল ভারতীয় মদ ও পারাইভেটকারহ ওই তিন মদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক
হোসেন (৩০), ছাতুঁগাও এলাকার রহুল আমিনের ছেলে সেলিম মিয়া (২০) ও
গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহিম (৩০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে বরুয়াজানি রাধার বাঁধ এলাকা থেকে
গ্রেপ্তারের পর দুপুরে তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বরুয়াজানী রাধার বাঁধ এলাকায় নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডে অবস্থান নেয় পুলিশ। এসময় একটি সাদা প্রাইভেটকারকে থামতে সংকেত দিলে প্রাইভেটকার থামিয়ে জড়িতরা পালানোর
চেষ্টা করলে পুলিশ ৩ জনকে আটক করে।
তবে জড়িত অপরজন দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে দু’টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা প্রেরক:মিজানুর রহমান , শেরপুর ।
মোবাইল:০১৭৮৭-৩৩০৯৭২