শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ- বাংলা বিভাগের আয়োজনে বরণে ভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী গজনি অবকাশ পর্যটন কেন্দ্রে এই আয়োজন করা হয়।
এ উপলক্ষে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ, পর্যটন কেন্দ্রের দর্শনীয় স্থান পরিদর্শন, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।
নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ- বাংলা বিভাগের চেয়ারম্যান মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম। এসময় বাংলা বিভাগের শিক্ষক জাকারিয়া হোসাইন, দিপ্তী ইসলাম, মৌসুমী মৌ, আনোয়ার হোসেনসহ সকল শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।