শেরপুর জেলা জজ আদালতের আইনজীবী আশরাফুল আলমের বাড়িতে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের কালিনগর এলাকার শেখ ফরিদের পুত্র বাবু মিয়া (২৪) ও মৃত. আছিম উদ্দিনের পুত্র মাতাব মিয়া (৪৬)।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘ আইনজীবীর বাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
সূত্র জানায়, আইনজীবী মোঃ আশরাফুল আলম একটি হত্যা মামলায় বাদীপক্ষের পক্ষে মামলা পরিচালনা করছেন। মামলার কয়েকজন আসামী জামিনে বের হয়ে আশরাফুল আলমকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য বারবার চাপ ও হুমকি দিয়ে আসছিল। রোববার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে আসামী রফিকুল ইসলাম (৪৪), নবাব আলী (২২), বাবু মিয়া (২৪), সাদ্দাম মিয়া (৩০) ও মাতাব মিয়া (৪২)সহ আরও কয়েকজন হাতে ধারালো দা, লোহার রড ও কিরিচ নিয়ে কালিনগর এলাকায় তার বাড়িতে হামলা করে।