জমকালো আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ড্রাইভিং শিখে ক্যারিয়ার গড়ার প্রত্যয় নিয়ে ৭ নভেম্বর শুক্রবার ভোরে উপজেলার বাইপাস গোল চত্বরে এই আয়োজন করা হয়।
জানা যায়, ড্রাইভিং ট্রেনিং সেন্টারটিতে প্রাইভেটকারের পাশাপাশি মোটরসাইকেল ও মেয়েদের জন্য স্কুটি বাইক প্রশিক্ষণ করানো হবে। শুক্রবার উদ্বোধনী দিনেই প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের গাড়ি প্রশিক্ষণ দেওয়া হয়৷
এসময় সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি ও প্রথমআলো প্রতিনিধি এম এ মান্নান সোহেল, সহ-সভাপতি ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, শিক্ষক আবু নাঈম, তরুণ উদ্যোক্তা মোস্তাক ফাহাদ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নালিতাবাড়ী মধ্যবাজার রহমানীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ ইসমাইল হোসেন।