“জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ” স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার সেঁজুতি অঙ্গনে এই আয়োজন করা হয়। এবারের ১১৩ তম এই পাঠচক্রের শিরোনাম ছিল ‘নতুন বইয়ের ঘ্রাণে উথলিত শিশু মন’।
শিক্ষক মনি গাঙ্গুলী’র সভাপতিত্বে আসরে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক মাহমুদুল আহসান লিটন।
শিক্ষক শঙ্করী পাঠকের সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন, শান্তি সাহা,দিলারা বেগম, শারমিন আক্তার এবং সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
পরে পাঠচক্রের দ্বিতীয় পর্বে শিশুরা নতুন বইয়ের ঘ্রাণের অনুভূতি প্রকাশ করেন।