শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। ৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। এসময় আরো ৪ জন মাদককারবারি পালিয়ে যায়।
আটকৃত ব্যক্তির নাম সেলিম মিয়া (২৪)। তিনি আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ৭ নভেম্বর শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত মদের বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।