ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক নালিতাবাড়ী এর ইয়েস গ্রুপে নতুন নেতৃত্ব এসেছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার এই গ্রুপের দলনেতা হিসেবে শাহিন আলম, সহ-দলনেতা হিসেবে নুসরাত জাহান নাদিয়া ও তানিম আহমেদ দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ডিসেম্বর মাসের ইয়েস সভায় আগামী ছয় মাসের জন্য নির্বাচিত হোন তারা।
সারাদেশের মতো নালিতাবাড়ী সনাকেও দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে আসছে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের তরুণরা। প্রতি ছয় মাস অন্তর এই গ্রুপের দলনেতা পরিবর্তন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসের ইয়েস সভায় নতুন দলনেতা ও সহকারী দলনেতা নির্বাচন করা হয়। বৃহস্পতিবার দলনেতা আবু রাসেল, সহ-দলনেতা মাহবুবা জাহান সারা ও শান্ত মিয়ার মেয়াদ শেষ হলে দলনেতা হিসেবে শাহিন আলম এবং সহ-দলনেতা হিসেবে নুসরাত জাহান নাদিয়া ও তানিম আহমেদ দায়িত্বভার গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নবাগত দলনেতা শাহিন আলম বলেন, “আমাদের উপর ভরসা করার জন্য সকল ইয়েস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। ইয়েসদের আরো দক্ষ করে তুলতে আমরা সর্বোচ্চ কাজ করবো ইনশাআল্লাহ।”