শেরপুরের নকলায় ৩টি বেকারির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বেকারি ৩টি হলো – রাতুল বেকারি, আল-মমিন বেকারি ও আল-কাইয়ুম বেকারি।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এই জরিমানা করা হয়।
নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।
বিএসটিআই এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশ সহযোগিতা করেন। এসময় বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) সহ পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রতিনিধিকে জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।