বিদেশে পড়ালেখার জন্য বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের এই প্রথমে আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী ‘ফ্লাইট ব্লু’ এর আয়োজনে শহরের নির্ঝর রেস্তোরা হলরুমে এই শিক্ষামেলা অনুষ্ঠিত হয়।
এই সময় আরবিএন এডুকেশনের কনসালটেন্সি হিসেবে বক্তব্য রাখেন কনসালটেন্ট নাহিদ হাসান, জাহিদ হাসান, জিহাদ চৌকিদার, মোঃ লুৎফর রহমান ও কাউসার মিয়া প্রমুখ।
মেলার উদ্বোধন করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ জ ম রেজাউল করিম জুয়েল। এই সময়ের অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
মেলায় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় ভর্তি ও স্কলারশিপের সুযোগ পেতে অভিজ্ঞ কনসালটেন্ট ও এক্সপার্ট কাউন্সিলরদের সাথে সরাসরি পরামর্শ করার সুযোগ করে দেয়া হয়।
‘ফ্লাইট ব্লু’র সিইও সালমান সাইফ জানায়, শেরপুরের ছেলে-মেয়ের এই প্রথম মফস্বল শহর থেকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে এডুকেশন কনসালটেন্টদের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শের আয়োজন করা হয়েছে।
আরবিএন এডুকেশন এর জিএম নাহিদ হাসান বলেন, শেরপুরের ছেলেমেয়রা যেন উন্নত শিক্ষা লাভ করতে পারে সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। আমরা ইতিমধ্যে বিশ্বের ১৬টি দেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে নানা পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি।
এই সময় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক জেলার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।