শেরপুর ২ আসনে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী। এ উপলক্ষে ৪ নভেম্বর মঙ্গলবার বিভিন্ন স্থানে (নকলা-নালিতাবাড়ী) আনন্দ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকরা।
এর আগে ৪ নভেম্বর সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ফাহিম চৌধুরীর নাম।
সূত্র জানায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। তিনি বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন। স্থানীয় নেতা-কর্মীদের কাছে তিনি সুপরিচিত। এবার শেরপুর ২ আসন থেকে ৮ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে নানা বিবেচনায় ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী জানান, কেন্দ্র ঘোষিত মনোনয়নে আমাকে শেরপুর- ২ আসন থেকে মনোনিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আমি বিএনপির নেতাকর্মীসহ এলাকার ভোটারদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।