মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল ধ্বংস করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাটাখালী খালে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইনের নেতৃত্বে এসময় এসআই মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ৫ টি চায়না ও একটি মশারী জাল জব্দ করে ধ্বংস করা হয়। জব্দকৃত এসব জালের বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে’।