শেরপুরের নালিতাবাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার পৌর শহরের পূজা মণ্ডপগুলোতে যান ইউএনও। এসময় তিনি উত্তর বাজার কালিবাড়ী সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতার মন্দির, গড়কান্দা সাহাপাড়া (কানুসাহার বাড়ী) সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির, সাহাপাড়া ৩নং ওয়ার্ড সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পরিদর্শন করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ এবং আনসার বাহিনীকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য অনুরোধ করেন।