শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সঙ্গে অধিপরামর্শ সভা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। ১৭ নভেম্বর সোমবার সনাক কার্যালয়ে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি সনাক সদস্য আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে অধিপরামর্শ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস, হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শাহজামাল।
নালিতাবাড়ী টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য আবুল হোসেন খান, মকবুল হোসেন, আমিনুল ইসলাম, ইয়েস দলনেতা আবু রাসেল, ইয়েস সদস্য ও সাংবাদিক আমানুল্লাহ আসিফ প্রমুখ।
অধিপরামর্শ সভায় এক্টিভ সিটিজেন গ্রুপ- এসিজি কর্তৃক মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শনাক্ত হওয়া নানা সমস্যা তুলে ধরা হয়। পরে উত্থাপিত সমস্যাগুলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।