শেরপুরের নকলায় পৌর শহরের কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া মোজাকান্দা মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের আয়োজনে খেলায় মুখোমুখি হয় নারায়ণখোলা ফুটবল একাদশ বনাম ধনাকুর্শা ফুটবল একাদশ।
প্রথম ও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে খেলাটি উভয় দলের কেউ গোল করতে না পারায় গোলশূন্য ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়ায়। রোমাঞ্চকর টাইব্রেকারে, নারায়নখোলা ফুটবল একাদশ ধনাকুর্শা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় সভাপতিত্ব করেন সমাজসেবক লুৎফর রহমান উজ্জল। এতে জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ সভাপতি সাব্বির মন্ডল, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইম ইকবাল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শাহিনুর আলম, সহ সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরষ্কার প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানটি পুরো অঞ্চলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।