শেরপুরের নালিতাবাড়ীতে জমকালো আয়োজন আর ক্রীড়া প্রেমীদের উচ্ছাসে ‘আদর্শ ক্লাব প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শালমারা খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য ফুটবল প্রেমীদের ঢল নামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নকলা-নালিতাবাড়ী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
এসময় অন্যান্যের মাঝে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাংবাদিক সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক আবু সাঈদ ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র পৃষ্ঠপোষকতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে এই দ্বারা অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় ক্রীড়া প্রেমীরা।