শেরপুরের নকলায় লেখাপড়ায় শিক্ষার্থীদের মনযোগ বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফরহাদ ক্যাডেট একাডেমী’। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ওই বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল জলিল, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতায় সহকারী শিক্ষক হাসান মিয়া এই উদ্যোগ গ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন। পরে প্রতিযোগিতা শেষে সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, মোমতাহিনা সোহা, আসিফ হাসান হৃদয়, সৌমিক হোসাইন, আলভী , আবু শোয়াইব সানি, তাসিন আহনাফ, সামিউল হাসান সানি, নাহিদ হাসান, নুসরাত তাবাসসুম সাফা প্রমুখ।
শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, শৃঙ্খলা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।