শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি গ্রুপ মানবিক কাজে নিয়জিত।
সাধারন মানুষদের পাশে আছে আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি সংগঠন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে অত্র সংগঠন।
উক্ত সংগঠনের মূলমন্ত্র কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে তারা। অত্র সংগঠন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন।
অত্র সংগঠনটি ০১ জুন ২০২০ সালে তাদের পথ চলা শুরু। এই সংগঠন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দ সবসময় কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে ‘‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’’ (আসঝি) মোট অর্ধশতাধিক এর বেশি সেবা প্রদান সম্পূর্ণ করেছে। উক্ত সেবা গুলোর মধ্যে অন্যতম সেবা সংগঠনের পক্ষ হতে ১৩-১০-২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত সংগঠনের প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ, আসঝি লিংক এর সভাপতি আলী আহামদ, সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক সবুজ ইসলাম সজিব, প্রচার সম্পাদক আব্দুল আলিমদের সার্বিক তত্তাবধায়নে এবং আসঝির অন্যান্য সকল সদস্যের সহযোগিতায় ১৩-১০-২০২৪ খ্রি. তারিখে ৩০০ তম ব্লাড যোগান ও ডোনেট সম্পূর্ণ হয়েছে।
তাছাড়াও তারা বেদেপল্লীতে ৩০ টি পরিবারের মাঝে বই, খাতা, কলম, চকোলেট বিতরণ করে এবং তাদের মধ্য হতে ০১ জন শিক্ষক নিয়োগ করে দেয়া হয়।
২৪-০৮-২০২১ খ্রি. তারিখে নলকুড়া ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত অসহায় দরিদ্র ভ্যানচালক বাবার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ বিজয়ীদের উৎসাহিত করার জন্য মোবাইল রিচার্জ দেয়া হয়, ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন কলেজ সংলগ্ন ক্যান্সার আক্রান্ত একজন অসহায় মায়ের চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ হতে ৯,০০০ টাকা প্রদান করে, ঝিনাইগাতীর অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে সংগঠনের পক্ষ হতে নিম্মবর্ণিত এলাকায়, বিলাসপুর, নলকুড়া, নয়াগাঁও, রাংটিয়া, ডেফলাই গ্রামে অর্ধশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে, মাদ্রাসার ০৫ জন এতিম বাচ্চাদের ভর্তি পরীক্ষারজন্য ফি-প্রদান করে দেয়, কোভিড-১৯ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে ঝিনাইগাতী বাজারের রিক্সাচালক ও হাসপাতালে রোগী এবং রোগীরসহিত থাকা ৩০ জন ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাই দৃষ্টিপ্রতিবন্ধী আজহার আলীকে সংগঠনের পক্ষ হতে ৩,৬০০/- প্রদান করা হয় এবং ডাক্তার দেখানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, ১২-০৭-২০২১ খ্রি. তারিখে বৃক্ষরোপন অভিযান-২০২১ এ ০৭ টি ইউনিয়নে ১,০০০ টি গাছ রোপন করা হয় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও হত দরিদ্রদের আবাসস্থলে। এছাড়া কিছু সংখ্যক গাছ বিতরণ করা হয় অসহায়দের মাঝে, ২৩-০৮-২০২১ খ্রি. তারিখে ধানশাইল, বাগেরভিটা, দারিয়ারপাড়, পানবর, কাংশা, নলকুড়া, গজাড়ীকুড়া, হলদিগ্রাম, কুশাইকুড়া, ফাকরাবাদ, ডেফলাই, গান্ধীগাঁও, ঝিনাইগাতী, নয়াগাঁও, পাইকুড়া, কালীনগরসহ ০৭ টি ইউনিয়নে বিভিন্ন স্থানে আমরা ফলজ,বনজ ও ঔষধিসহ ১০০০ গাছ বিতরণ ও রোপন, ফেনী-নোয়াখালি বন্যায় আস সুন্নাহ ফাউন্ডেশন ও বাংলাদেশ সেনাবাহিনী ত্রান তহবিলে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। ফেনী-নোয়াখালি বন্যায় ২০ বস্তা নতুন ও পুরাতন শুকনা কাপড় বন্যার্থ এলাকায় পাঠানো হয়েছে এবং ২৯-০৮-২০২৪ খ্রি. তারিখ হতে ০৪-০৯-২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপি ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফলজ ও বনজ গাছ বিতরণ ও বৃক্ষরোপন সম্পন্ন করেছে অত্র সংগঠন।
এছাড়াও বিগত ০৪-১০-২০২৪ খ্রি. তারিখে আকর্ষিক ভাবে ঝিনাইগাতী উপজেলা বন্যা হওয়ায় বন্যার্থদের উদ্ধার ও শুকনা খাবার বিতরণ করেছে। বর্তমানে সংগঠনটি বন্যার্থদের পুনঃর্বাসন চলমান রয়েছে।