আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি-সাহসে লড়ি-দেশের কল্যাণে কাজ করি প্রাতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচি এবং নকলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
র্যালী শেষে উপজেলা হলরুমে সভায় “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানে স্বপ্নসারথিদের সনদ, মগ ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় কিশোরী সদস্য ও স্বপ্নসারথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাশিতা আক্তার, শশী, নাসরিন ও লিজা আক্তার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, কমিউনিটি অর্গানাইজার মারিয়া নুর, নকলা জামায়তে ইসলামীর আমীর গোলাম সারোয়ার।
সভায় মূল্যবান বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে নকলা উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ৩২ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।
সভার সভাপতি বলেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে হবে। তিনি ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে বলেন ব্র্যাকের এই জীবন দক্ষতা প্রশিক্ষণ খুবই কার্যকর ভূমিকা রাখছে। এলাকায় বাল্যবিয়ে সংগঠিত হলে সরকারী হটলাইন নম্বর ও উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দিবেন।