শেরপুর জেলার ঝিনাইগাতীতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে গরম পোশাকের মার্কেট।
শুরুতে বেশ চাহিদা থাকলেও ভরা মৌসুমে ব্যবসা মন্দা বলে জানান একাধিক কাপড় ব্যবসায়ী।
ঝিনাইগাতী মধ্য বাজার ও মসজিদ রোড শীতের কাপড় বাজারে গিয়ে সারি সারি দোকান দেখা গেলেও ক্রেতার সংখ্যা তেমন একটা নেই।
কাপড় ব্যাবসায়ী জাফর ইকবাল বলেন আগের বছর শীত মৌসুমে বিক্রি করে অবসর পাননি এই সময়টায় কিন্তু এখন ক্রেতা নেই।