হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায়দের মাঝে শাড়ি উপহার দিয়েছে “জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন”। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ৬ টি পূজা মণ্ডপ ঘুরে ২০ জন অসহায় নারীর মাঝে একটি করে শাড়ি উপহার দেয় সংগঠনটি।
এ সময় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান পরিষদের সদস্য বিধান কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমদ তানজিল, বর্তমান সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, কার্যকরী কমিটির সহ-সভাপতি উত্তম কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, কোষাধ্যক্ষ অমিত সরকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি বিধান কর্মকার জানান, ২০১৮ সালে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নানান ধরনের ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে সংগঠনটি দীর্ঘ ৭ বছর অতিক্রম করেছে। তারই ধারাবাহিকতায় এবারের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভিন্ন এক আয়োজন।