ফুলপুর উপজেলা প্রশাসন ৪ নং সিংহেশ্বরে কবলিত এলাকায় বন্যা পরিদর্শন।
মোকছেদুল ইসলাম
ফুলপুর উপজেলা প্রতিনিধ
ময়মনসিংহ ফুলপুর উপজেলা ভিবিন্ন জায়গা ভিবিন্ন এলাকায় বন্যা কবলিত এলাকা বন্যা পরিদর্শন করছেন ফুলপুর উপজেলা প্রশাসন
আজ {১৮•০৬•২০২২} ইংঃ শনিবার ৪নং সিংহেশ্বর মালিঝি নদীর ভাঙনে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ফুলপুর উপজেলা প্রশাসন ।
এবং এই সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা {ইউ এনও} শীতেষ চন্দ্র সরকার ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা {ওসি }মো আব্দুল্লাহ আল মামুন ফুলপুর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহা আলী ।