বরিশালের বানারীপাড়ায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা ইসলামী আন্দোলন । (১ মার্চ) শনিবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বর্ণাঢ্য এ র্যালি অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদের নেতৃত্বে রমজানের পবিত্রতা রক্ষার্থে অনুষ্ঠিতব্য র্যালীটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানারীপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মাধ্যমে সমাপ্ত করা হয় । এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের বানারীপাড়া পৌর শাখার সভাপতি মোঃ জালিছ মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজালাল, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ শামীম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় বক্তারা পবিত্র রমজান মাসের ফজিলত সম্বন্ধে বর্ণনা করেন। তারা সবাইকে এই দিনটির গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে অবহিত করেন এবং মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময় তা আলোকপাত করেন । এই মাসে আমরা সবাই আল্লাহর ইবাদতে মশগুল হব, সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব। বক্তাররা সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান বক্তারা।