বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুস্থ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। গত রবিবার দিনভর মৎস্য দপ্তরের অভিযানে প্রচুর পরিমাণে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত চাল পুরানো হয় এবং ইলিশ মাছ এতিমখানা এবং ১২ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এর দিক নির্দেশনায় ও দপ্তরের অন্যান্য
সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রতিনিয়তই প্রচুর পরিমাণ জাল জব্দ হয়। মা ইলিশ রক্ষার অভিযানের প্রধান সমন্নয়ক উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, সহ সমন্বয়ক মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে । এ ছাড়াও অভিযান কার্যক্রমে কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির অভিযানে অংশগ্রহণ করে। উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী বলেন মাছ আমাদের সম্পদ আমাদের প্রত্যেকেরই উচিত এই মাছকে রক্ষা করা। তাই যার অবস্থান থেকে সবার মাঝে সচেতনতা তৈরি করা, ইলিশ নিধনে নিরুৎসাহিত করা। সবার সচেতনতা ও গুরুত্বপূর্ণ ভূমিকাই পারে বাংলাদেশকে ইলিশের সমৃদ্ধশালী করতে।