বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নে বিএনপি’র এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ৫ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিতব্য এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে নির্দেশনাগুলো বক্তব্য দেন বরিশাল ২ (বানারীপাড়া উজিরপুর) সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র একমাত্র কান্ডারী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দানবীর খ্যাত এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর প্রাণবন্ত সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ মাহমুদ জুয়েল, বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোহাম্মদ শাহে আলম মিয়া, সদস্য সচিব রিয়াজ মৃধা, পৌর বিএনপি’র আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সালাম,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জুর খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকির, সদস্য সচিব ডা: তাওহীদ প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন কেহ আইন হাতে তুলে নেবেন না। আমার ভাইও যদি কোন ধরনের অন্যায় করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় বিভিন্ন পর্যায়ের ভক্তরা বলেন যারা দীর্ঘদিন ধরে বিএনপিকে শেষ করতে চেয়েছে সেই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের কোন কর্মী যদি পুনরায় দলের ক্ষতি করা চেষ্টা করে তাহলে এক বিন্দুও ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেয়া হয়। এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।