//
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বরিশালের বানারীপাড়া থানায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ। রবিবার (১১ আগস্ট) বিকেল ৫টায় থানা ইনচার্জ মাইনুল ইসলাম বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে। থানা ইনচার্জ মাইনুল ইসলাম আরো বলেন পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগ দিবেন বলে তিনি আশাবাদী। বিকেল ৫ টায় বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ও তদন্ত ওসি মোমিনুল ইসলাম বানারীপাড়া থানার বিভিন্ন অফিসারসহ ও কিছু পুলিশ সদস্যদের নিয়ে বাসস্ট্যান্ট, রায়েরহাট, বোডস্কুল, গুয়াচৈত্রা, চাখার বাজার, কলেজ মোর, জম্বদ্বীপ, কাজলাহারসহ বানারীপাড়ার সর্বত্র ঘুরে জনসাধারনকে আশ্বস্থ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন থানা ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন আপনারা আপনাদের যেকোন সমস্যা নিয়ে থানায় আসবেন। সকল সমস্যার সুষ্ঠ ও সুন্দর সমাধান করা হবে। পুলিশ সর্বদা জনসাধারনের নিরাপত্তায় নিয়োজিত। এসময় সাংবাদিকরা জনসাধারনের উদ্দেশ্যে বলেন আপনারা পুলিশকে সহায়তা করুন। পুলিশ আপনাদের পাশে আছে। পুলিশের পাশাপাশি সাংবাদিকরা আপনাদের পাশে থেকে সুন্দর বানারীপাড়া বির্নিমান করা হবে। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। থানায় আসতে সাহস পাননি। এরপর পুলিশ সদস্যরা নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। পুলিশ সদস্যদের কাজে ফেরায় জনসাধারন মনে স্বস্থি ফিরে এসেছি।