বানারীপাড়ায় ঈদ-উল ফিতর উপলক্ষে
ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শুক্রবার বিকেলে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অনুষ্ঠিত ঘুড়ি কাটাকাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল ঘরামীর লাল দল (১-০) পিরোজপুরের স্বরূপকাঠির ডাক্তার অসাদুজ্জামানের সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে।