1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বৈষম্যের শিকার এমপিও ভুক্ত কলেজের ল্যাব সহকারীরা - দৈনিক সংবাদের কাগজ
২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৪৮|

বৈষম্যের শিকার এমপিও ভুক্ত কলেজের ল্যাব সহকারীরা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪,
  • 19 Time View

বৈষম্য দূরীকরণের জন্য স্বৈরাচার বিরোধী যুদ্ধ হলো, বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হলেও এখনো ৯৯% জায়গাতে বৈষম্য দূর হয়নি। বৈষম্যের শিকার বাংলাদেশের প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) এমপিওভূক্ত ল্যাব সহকারীরা।

সময়ের পরিপ্রেক্ষিতে নতুন স্বাধীন বাংলাদেশে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(কলেজ) এমপিওভূক্ত ল্যাব সহকারী পদের গ্রেড বৈষম্য দূরীকরণ করে ১৪ তম গ্রেডের যৌক্তিক দাবিতে কর্ম নীতিমালা প্রনয়ণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি পাঠিয়েছেন “বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ”।

গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের দপ্তর বরাবর স্বারকলিপি পাঠিয়েছেন সংগঠনটি। ডাকযোগে স্বারকলিপি পাঠানোর সময় উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ সহ অন্যান্য ল্যাব সহকারীরা।

এছাড়াও গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাউশির মহাপরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন।

স্বারকলিপিতে তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরে জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়ন্ত্রনাধীন বেসরকারি এমপিওভূক্ত কলেজের ১৮তম গ্রেড ভূক্ত ল্যাব সহকারী (পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি) বিষয়ে কর্মরত আছি। প্রথমেই আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের জন্য যেসব ছাত্র- জনতা জীবন দিয়ে দেশকে বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ অনুসারে এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারীদের বেতন গ্রেড ১৮তম হলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১০ম, ১১তম, ১৪তম এবং বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রনালয়ের ল্যাব সহকারীদের সর্বনিম্ন বেতন গ্রেড ১৬তম যা চরম বৈষম্য লক্ষনীয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র যাহার স্মারক‌ নং-৩৭,০০,০০০০,০৭৪.০০২.০০২.২০১৬.১০৬, তারিখ- ১০/০১/২০২৪ খ্রিঃ অনুযায়ী ল্যাব সহকারীদের ৩য় শ্রেণিতে অর্ন্তভূক্ত করা সত্ত্বেও সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এখনও সংশোধন করে গ্রেড নির্ধারণ করা হয়নি। এতে করে ল্যাব সহকারীরা চরম বৈষম্যের স্বীকার হচ্ছে। আবার অন্যদিকে আমাদের সঠিক কর্ম নীতিমালা না থাকার কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব বহির্ভূত অনেক কাজ করানো হচ্ছে। এতে করে ল্যাবের কাজে ব্যঘাত ঘটছে। অতএব মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, আমাদের এই বৈষম্য দূর করে যথাযথ বিবেচনা করে নিচে বর্ণিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করেছেন আবেদনকারিরা।

দাবী সমুহ হচ্ছে,বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের নূন্যতম বেতন গ্রেড-১৪ প্রদান করা, বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ,এস,সি পাস করা, ল্যাব সহকারীদের জন্য প্রযোজ্য সম্মান জনক কর্ম নীতিমালা প্রদান করা, একাডেমিক তা কর্ম নীতিমালায় উল্লেখ করা, ইতোপূর্বে নিয়োগ প্রাপ্ত সকল ল্যাব সহকারীদের স্বয়ংক্রিয়ভাবে সমপর্যায়ের গ্রেড প্রদান করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST