শামীম তালুকদার, নেত্রকোণা
আজ (৯ নভেম্বর) দুর্গাপুর-কলমাকান্দার সাবেক নবম জাতীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা আওয়ামীলীগ এর অন্যতম উপদেষ্টা জনাব মোশতাক আহমেদ রুহীর নির্দেশে দুর্গাপুর উপজেলা সদরে বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দুর্গাপুর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয় এবং অবস্থান নেয়। এই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মুশফিক আহমেদ শাহী, আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল ইসলাম, দুর্গাপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,দূর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, দুর্গাপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক আলাল খাঁন আলাল, কলমাকান্দা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, দূর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জামিলুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহারিয়া হোসাইন মনির, কলমাকন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক জহিরুল ইসলাম বিশ্বাস তিতাস, কলমাকন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক আজহারুল ইসলাম মিজবাহ, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মঈন ইবনে সাইদ সৌরভ ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে।
এসময় নেতৃবৃন্দগন বলেন ‘মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে দুর্গাপুর-কলমাকান্দার আওয়ামীলীগ এখন উজ্জীবিত। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনবো, ইনশাআল্লাহ।’