শেরপুরের নালিতাবাড়ীতে এক হাজার টাকার ২১ টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
৮ নভেম্বর শনিবার রাতে উপজেলার আমবাগান এলাকা থেকে আটক করা হয় তাকে। ৯ নভেম্বর রোববার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটকৃত নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। এঘটনায় আরো যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়েছে। তবে এ সময় তার অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।