রায়পুরা
নরসিংদী জেলা তাঁতীলীগ কমিটির সংগ্রামী আহবায়ক কায়কোবাদ হোসেন কানু ও বিপ্লবী সদস্য সচিব মোঃজাকির হোসেন স্বাক্ষরিত রায়পুরা উপজেলা তাঁতীলীগ কমিটি অনুমোদিত হয়েছে।
গত রবিবার (১৫ অক্টোবর) আব্দুস সাত্তার মেম্বারকে সভাপতি,মোঃধন মিয়াকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অনুমোদন দেন।
কমিটিতে বাকি ৫৮ জনকে বিভিন্ন পদবী দিয়ে একটি সুষ্ঠু পরিবেশ এক পরিবারের সদস্য নির্বাহী কমিটির আবদ্ধ রাখেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুস সাত্তার মেম্বার ও সাধারণ সম্পাদক মোঃধন মিয়ার সাথে যোগাযোগ করা হলে প্রতিনিধিকে জানান,আমরা রায়পুরা উপজেলা তাঁতীলীগ নবনির্বাচিত কমিটি পেয়ে আনন্দিত। কে সভাপতি কে সাধারণ সম্পাদক কে সাংগঠনিক সম্পাদক বিবেচনা না, আমরা বঙ্গবন্ধুর সৈনিক এ আর্দশকে লালন করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় শেখ হাসিনার সরকার গঠন ও ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সবাইকে নিয়ে বাস্তবায়ন করতে চাই। একই সাথে নরসিংদী জেলা তাঁতীলীগ সংগ্রামী আহবায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানান।
তাছাড়া নবনির্বাচিত উপজেলা তাঁতীলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রতিনিধিকে জানান,রায়পুরা উপজেলা তাঁতীলীগ নবনির্বাচিত কমিটির ৬১ জন বিশিষ্ট সদস্য নির্বাহী কমিটি নিয়ে আমাদের পরিবার।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করব।
রায়পুরা উপজেলা তাঁতীলীগ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নরসিংদী-৫(রায়পুরা) আসনের ছয় ছয়বারের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,সাবেক সফল মন্ত্রী ও বীরমুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।