অভয়নগরে বিশ্ব পানি দিবস উদযাপিত”
মোঃ মইনুল ইসলাম স্টাফ রিপোর্টার
অভয়নগর বিশ্ব পানি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা পরিষদের সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, পিআইও মুশফিকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শংকর কুমার দে, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের করা হয়।