আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।
১৯৭১ এর এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। গঠিত হয় স্বাধীন বাংলার অস্থায়ী বিপ্লবী সরকার।
দিবসটি উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ছানুয়ার হোসেন ছানু, এমপি।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার, শেরপুর এর পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধ পরিচালনার সুকঠিন ব্রত নিয়ে যে সরকার গঠিত হয়, তার শপথগ্রহণের ঐতিহাসিক দিন এই মুজিবনগর দিবস।
মুজিবনগর সরকারের নেতৃত্বেই নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে বীর বাঙালিরা।
এই মুজিবনগর দিবসে যে মহান শপথ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই চেতনা ও দৃপ্ত শপথে বলীয়ান আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।