হঠাৎ করে বৃষ্টির ঝলক
ভাবছি পাব শান্তি,
সবার মুখে ফুটল হাসি
দূর হবে ক্লান্তি।
কি যে বৃষ্টি হল রে ভাই
বাড়ল দ্বিগুণ তাপ!
রোদ্রের তাপে আসে যেন
আগুন ফুলকির ভাব।
বৃষ্টির ঝলক হারিয়ে গেল
আর আসবে না কিরে?
তাপদাহে মরছে সবাই
আয় না বৃষ্টি ফিরে;
আষাঢ়-শ্রাবণ এভাবেই কি
যাবে চলে দাদা,
চারদিকে মরুভূমি
কোথাও নেই কাদা।
বর্ষাকালে বৃষ্টি নেই
দেখিনি তো আগে,
ধরার বুকে আকাল সৃষ্টি
মনে শঙ্কা জাগে।
চম্পা মৃধা
দোহার, ঢাকা
বাংলাদেশ