লুৎফুর রহমান রাকিব চৌধুরী কুমিল্লা জেলা প্রতিনিধি চৌদ্দগ্রাম।
===========================================
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ক্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়াবিন তেলের অধৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করছে।আজকে ৯ই মার্চ ২০২২ইং বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক।বিকাল পাঁচটা থেকেই চৌদ্দগ্রাম বাজারে বিভিন্ন মুদি দোকানগুলোয় অভিযান পরিচালনা করেন।এ সময় প্লাস্টিকের বস্তায় পন্য রাখার অপরাধ।খোলা সায়াবিন দাম বেশি রাখা এবং দ্রব্যমূল্য মজুদ করায় অপরাধে বাজারের ব্যবসায়ী মেসার্স ইব্রাহিম স্টোর। মেসার্স সাহা এন্ড সন্স স্টোর।মেসার্স চৌদ্দগ্রাম বানিজ্যালয় স্টোর। মেসার্স সোহেল ট্রেডার্স। মেসার্স পরিচয় ট্রেডার্স।মেসার্স কলিম উদ্দিন ট্রেডার্স ও মেসার্স সহিদুল ইসলাম ট্রেডার্স। এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল হক বলেন। রমজানের মধ্যে যাতে করে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য ক্রয় করতে পারে এবং অসাধু ব্যবসায়ীরা যাতে করে সায়াবিন তৈলের মূল্য বেশি না নিতে পারে। সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।