নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ আজ ১৭ ই মার্চ। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষীকি। একই সাথে আজকের দিনটি বাংলাদেশের জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সাহসী ও আপোষহীন নেতৃত্বের কারনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল বাঙালী জাতি। আর তাই আজকের এই দিনটি উপলক্ষে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, চাঁদগ্রাম আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক হামিদ জোয়ার্দার, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আহম্মেদ শওকত, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।