বুলবুল আহমেদ, নেত্রকোণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯, নেত্রকোণা ৩, কেন্দুয়া- আটপাড়া আসনে তৃনমূল বিএনপির প্রার্থী হিসেবে গত ৩০নভেম্বর ২০২৩ ইং মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আটপাড়া উপজেলার কৃতি সন্তান শিরালদি গ্ৰামের প্রয়াত আজাদ আলী খানের পুত্র মিজানুর রহমান খান। মিজানুর রহমান খান আটপাড়া লুনেশ্বর ইউনিয়নের শিরাজদি গ্ৰামের বাসিন্দা। পেশাগত ভাবে উনি একজন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও প্রগতিশীল মননশীলতার অধিকারী।
আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শাকিল আহমেদের কাছে মিজানুর রহমান খান গত ৩০-১১-২০২৩ তৃনমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
প্রার্থী মিজানুর রহমান খান বলেন, তিনি যদি তৃনমুল বিএনপি থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারেন,তাহলে কেন্দুয়া- আটপাড়া এলাকার সাধারণ মানুষের পক্ষে কাজ করে যাবেন এবং উনি দেশ ও জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।