কেন্দ্রীয় শহীদ মিনারে খ্যাতনামা সাংবাদিক, লেখক আব্দুল গাফফার চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধ
কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার,২৮ মে খ্যাতনামা সাংবাদিক, লেখক,কলামিষ্ঠ আব্দুল গাফফার চৌধুরীর প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,স্পীকার, বাংলাদেশ আওয়ামী লীগ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাজ্য- লন্ডনে বসবাসরত প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী গত ১৯মে ইন্তেকাল করেন। তাঁর মরদেহ বাংলাদেশ বিমানে দেশে আনা হয়। দুপুরে কেন্দ্রীয় মিনারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ,জাতীয় প্রেসক্লাবে জানাযা নামাজ শেষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্হানে দাফন করা হয়।