গবেষক কোপেন্দ্র নকরেক এর লেখা গারো ছেলেরা “না”ওয়ারিশ কেন? বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ায় টিডব্লিউএ কার্যালয়ের মঞ্চে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং এমপি।
এসময় বক্তব্য রাখেন,বইটির লেখক কোপেন্দ্র নকরেক,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আন্দ্রিয় দ্রং, টিডব্লিউএ কেন্দ্রিয় কমিটির সেক্রেটারী জেনারেল যোহন সাংমা,শেরপুর সদর টিডব্লিউএ চেয়ারম্যান দুলাল মারাক, নকলা উপজেলার টিডব্লিউএ চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস ও দুর্গাপুর উপজেলার টিডব্লিউএ চেয়ারম্যান সাইমন তজু।এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।