গোমস্তাপুরে জাতীয়পুষ্টি সপ্তাহ পালিত
মোঃ রনি আহমেদ
(চাঁপাইনবাবগঞ্জ) জেলা প্রতিনিধি
-সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। ২৫ এপ্রিল (সোমবার) সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রথমে পুষ্টি কমিটির আলোচণা সভা এরপর কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভা/সেমিনার অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আসমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পঃ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন কমান্ডার নিজাম উদ্দিন, তাহের আলী, মকবুল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার স্টাপ ও নার্সগণ এ ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন ।