চাহিদা মতো ঘুষের টাকা দিতে না পারায় লক্ষ্মীপুরে এক বীর মুক্তিযোদ্ধা তার প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত। জীবণের শেষ প্রান্তে এসে দ্বারে দ্বারে ঘুরছেন সকল কাগজপত্র নিয়ে। হতভাগ্য মুক্তি যুদ্ধা লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামের মৃত দুলা মিয়া মুন্সির ছেলে আবুল কাশেম। তিনি যুদ্ধ শেষে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর তিনি রক্ষীবাহিনীতে যোগদান করেন। ১৯৭৫ সালের পর পটপরিবর্তন হলে তিনি পুনরায় সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধকালীন সময়ে তিনি লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহন করেন। সকল ধরনের কাগজপত্র ও সহযোদ্ধাদের সাক্ষ্য প্রমান থাকার পরও ঢাকার কাকরাইল বাংলাদেশ মুক্তিযুদ্ধা কাউন্সিল অফিসের অবৈধ ঘুষের টাকা দিতে পারেন নি বলে তিনি ভাতা বঞ্চিত। লক্ষ্মীপুর জেলা মুক্তিযুদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান জানান, তিনি আবুল কাশেম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ভাতা থেকে বঞ্চিত, এটা দুঃখজনক। কেন ভাতা পাচ্ছেন না জানি না। আশাকরি তার কাগজ – যাচাই বাছাই করে তাকে তার প্রাপ্য ভাতা দেওয়া হবে। বৃদ্ধ বয়সে নানান রোগে – শোকে কাতর আবুল কাশেম জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযুদ্ধা ভাতার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন।