নিজস্ব সংবাদদাতা:
জাগ্রত সাংবাদিক সংগঠন (জে এস এস) এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ ই জানুয়ারি ২০২৪) অনলাইন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোঃসিরাজুল ইসলাম সভাপতিত্বে ও সাংবাদিক আবু তালেব এর সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি- (২০২৪-২৫) এর জন্য নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, মো:আবু তালেব-(চেয়ারম্যান), মোঃ সিরাজুল ইসলাম(সভাপতি),মো:তরিকুল ইসলাম(সহ-সভাপতি),মো:সোহানুর রহমান সোহান(সাংগঠনিক সম্পাদক),সাধারন সম্পাদক
মোঃমাসুদ রানা(দৈনিক গণকথা),যুগ্ম সাধারন সম্পাদক
উজ্জল কুমার দাস (দৈনিক গণকথা),আইটি সম্পাদক
অতনু চৌধুরী(রাজু),(দৈনিক খুলনার খবর),প্রচার সম্পাদক
মো:মাসুম বিল্লাহ(SD TELEVISION),দপ্তর সম্পাদক
শ্রী:শ্যামল চন্দ্র রায়(দৈনিক সন্ধাবানী),সমাজ কল্যান সম্পাদক
মো:আলফাত হোসেন(দৈনিক প্রজন্ম একাত্তর),প্রকাশনা সম্পাদক
এস কে বাদশা শেখ (দৈনিক গণকথা),তথ্য ও গবেষনা সম্পাদক
এস কে হুমায়ুন(দৈনিক গণকথা),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
মো:শাহাদাত হোসেন(দৈনিক সোনার বাংলা ২৪),ধর্ম বিষয়ক সম্পাদক:মো:আজগার আলী(দৈনিক গনকথা)।
এছারাও নির্বাহী সদস্য হিসাবে যুক্ত হলেন:মোঃ মিজানুর রহমান
(দৈনিক গণকথা),মোঃ সজীব মিনা
(দৈনিক গণকথা),মোঃ আবিদ উল্ল্যাহ জাকের
(দৈনিক গণকথা),মোঃ রাকিব হোসেন
(দৈনিক গণকথা),মোঃ জামাল হোসেন খান(দৈনিক গণকথা),শ্রী: প্রদীপ চন্দ্র রায়(CAPP CRIME NEWS),মো:রবিউল ইসলাম(দৈনিক গণকথা),আকাশ পাল
(দৈনিক ক্রাইম তদন্ত),মো:হাসিবুল মাঝি।
জাগ্রত সাংবাদিক সংগঠন(জে এস এস) এর নবনির্বাচিত নেতৃবৃন্দ’কে নানান শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দও সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।