ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের মাল্টিপার্টি এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দিপু হাফিজুর রহমান।
এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়।
কর্মশালায় দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও সমাজের অসঙ্গতি দূর করতে এক হয়ে কাজ করার পরিকল্পনা করা হয়।