ঝালকাঠিতে সদ্য প্রায়ত সাংবাদিক হিমু স্মরনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিক আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুণ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক দূরযাত্রা সম্পাদক মোঃ জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি বার্তার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা, বিএমএসএফ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, চ্যানেল নিউজ ২৪ জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, মানব জমিন জেলা প্রতিনিধি মোঃ: মোতালেব, আরটিভি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল।
বক্তারা সাংবাদিক হিমুর রুহের মাগফিরাত কামনা করে হিমু কে অনুসরণ করার আহ্বান জানান।