শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭মার্চ ভাষণের তাৎপর্য বিষয়ক
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃত্বে পুষ্পমাল্য অর্পণে মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দ্বায়িত্ব) মো. আশরাফুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩আসনের সংসদ সদস্য্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, দুর্নীতি দমন পতিরোধ কমিটির সভাপতি আবু হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিগণ।