শেরপুর জেলার ঝিনাইগাতী ১৭ এপ্রিল বুধবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ‘মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ আলী খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, এনজিও প্রতিনিধি সুজল সাংমা, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, শ্রমিক নেতা শাহজাহান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।