আবু হাসানঃ
গাজীপুর মহানগর টঙ্গী থানাধীন ৪৫ নং ওয়ার্ড বৌবাজার রেললাইনের পূর্ব পাশে শিরাজ মাষ্টার মার্কেটে সরকার মসল্লা মিলে দীর্ঘদিন ধরে চলছে ভেজাল মসল্লা ভাঙ্গানো ও বাজার জাত করন। সরকার মসল্লা মিলের মালিক মোঃ সোলায়মান বাজার থেকে পটকা মরিচ, মরিচের খালি বিচি সহ বিভিন্ন ডালপালা অল্প দামে ক্রয় করে,নিজস্ব মিলে ভাঙ্গায়ে রং ও কেমিক্যাল মিশিয়ে উচ্চ দামে বাজারে পাইকারি ও খুচরা বিক্রয় করে অধিক মুনাফা লাভের আশায়। মোঃ সোলায়মান দীর্ঘদিন ধরে টঙ্গী বৌবাজারে ভেজাল মসল্লা বিক্রয় করে আসছে। গত ১ লা মার্চ মঙ্গলবার দুপুর ৩ টার সময় সরকার মসল্লা মিলের মধ্যে হলুদ ও মরিচের গুড়ার সাথে রং ও কেমিক্যাল মিশানোর সময় এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে। মিলের মালিক সোলায়মান ও দুইজন কর্মচারী কৌশলে পালিয়ে যায়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে এবং মসল্লা মিল ভাংচুরের চেষ্টা চালাই। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে এলাকাবাসীকে শান্ত করে এবং মার্কেট মালিকের সহায়তায় মিলে তালা লাগিয়ে দেয়। সরে জমিনে ঘুরে দেখা যায় উক্ত মসল্লা মিলে কাঠের ভূশি পটকা মরিচ সহ বিভিন্ন গাছের ছাল বাকল ভাঙ্গানো হয়। মালিক সোলায়মান বেশি মুনাফা লাভের আশায় হলুদ, মরিচ, ধনিয়ার সাথে ভেজাল মিশিয়ে বিক্রয় করে। সোলায়মানকে এ কাজে অত্র এলাকার কিছু স্হানীয় লোক শেল্টার দিয়ে থাকে বলে একাধিক সুত্রে জানা যায়।এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানাই সরকার মসল্লা মিলে দীর্ঘদিন ধরে ভেজাল হলুদ মরিচ ধনিয়া বিক্রয় করে আসছে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না কারণ স্হানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির শেল্টারে চলে তাই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাই না। এলাকাবাসীর দাবি অতি দ্রুত এই মিল মালিক সোলায়মানের বিরুদ্ধে আইনী ব্যবস্হা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কেউ ভেজাল হলুদ মরিচ ও ধনিয়া বিক্রয় করতে না পারে। ( অনুসন্ধান চলবে )