আরিফুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি
আজ ১০ই মার্চ রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলার ” মাসিক অপরাধ সভায় “রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলাকে তৃতীয়বারের মত শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে।
এ বিষয়ে অত্র থানার এস আই অভি দাশ গুপ্ত বলেন,আজ ১০ই মার্চ রাঙ্গামাটি পার্বত্য জেলার ” মাসিক অপরাধ সভায় “রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়ের নিকট হতে ফ্রেব্রুয়ারী-২০২২ মাসের শ্রেষ্ঠ থানা’র পুরষ্কার গ্রহণ করেন বরকল থানার অফিসার ইনচার্জ
মোঃ নাসির উদ্দীন।
এ নিয়ে টানা তিন বার বরকলকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করায় বরকল থানার পক্ষ হতে অত্র থানার অফিসার ইনচার্জ মো নাসির উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।